Sunday, May 19, 2024
Homeজেলার খবরমাগুরার ২ উপজেলার ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মাগুরার ২ উপজেলার ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আলোর যুগ প্রতিনিধিঃ আগামীকাল বুধবার উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মাগুরা নির্বাচন অফিস সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ব্যালট পেপার বাদে সমস্ত নির্বাচনী মালামাল কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে।

মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র ১২৪৪টি বুথে ভোট গ্রহণ হবে। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,২৩,৫০৬ জন ও শ্রীপর উপজেলায় ১,৪৯,৬৫২ জন। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ ভোট কেন্দ্রে ১৬ জন পুলিশ সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

একই সাথে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরা টহলরত থাকবে। প্রতিটি ইউনিয়নে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি উপজেলায় ২ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments