Thursday, May 2, 2024
Homeবাংলাদেশআবারও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো হায়দরাবাদ

আবারও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো হায়দরাবাদ

আলোর যুগ স্পোর্টসঃ আইপিএলের ইতিহাসে আবারও সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে আইপিএলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল ছিল হায়দরাবাদ। এতে ভেঙেছিল ১১ বছর ধরে টিকে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ড। এবার ১৯ দিনের ব্যবধানে নিজেদের রেকর্ডই ভেঙে আরও উচ্চতায় হায়দরাবাদ। সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ২৮৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। ফলে জয়ের জন্য বেঙ্গালুরুরকে করতে হবে রেকর্ড ২৮৮ রান।

এর আগে চলতি আইপিএলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। এটিই ছিল আইপিএলের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ রানের ইনিংস। আজ হায়দরাবাদের এই বিশাল রানের পেছনে সবচেয়ে বড় অবদান দলটির অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডের। অভিষেক শর্মাকে সঙ্গে করে ১০৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। অভিষেক ৩৪ রানে ফিরে গেলেও তাণ্ডব চালাতেই থাকেন হেড। মাত্র ৩৯ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। যা আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম।

সেঞ্চুরির পর অবশ্য এই অজি ওপেনার মাত্র দুই বলই টেকেন। তবে বাকি ব্যাটারদের জন্য বিধ্বংসী শুরুর সুর বেঁধে দিয়েছেন। ৪১ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০২ রানে সাজঘরে ফেরেন তিনি।হায়দরাবাদের ঝড় তখনো থামার নাম নেই। হেডের জায়গায় বসে বেঙ্গালুরুর বোলারদের কচুকাটা করতে থাকেন হাইনরিখ ক্লাসেন। মুম্বাইয়ের বিপক্ষে সেদিন ভয়ানক রূপে থাকা এই প্রোটিয়া ব্যাটার আজও ছক্কার বৃষ্টি বইয়ে দেন। খেলেন ৩১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস। ক্লাসেন যখন আউট হন তখনো ইনিংস শেষ হতে তিন ওভার বাকি ছিল। সেই তিন ওভারে ৫৬ রান তোলেন এইডেন মারক্রাম ও আব্দুল সামাদ। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় মারক্রাম ৩২ ও সামাদ ১০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন।

সব মিলিয়ে এই ইনিংসে ২২টি ছক্কা মেরেছে হায়দরাবাদের ব্যাটার। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে একই মাঠে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ২১টি ছক্কা মেরেছিল বেঙ্গালুরু। হায়দরাবাদের ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ইতিহাস গড়ে নেপাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments