Saturday, May 18, 2024
Homeখেলাআচরণবিধি ভাঙায় কোহলিকে জরিমানা

আচরণবিধি ভাঙায় কোহলিকে জরিমানা

আলোর যুগ স্পোর্টসঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ১ রানে হেরে ফিরতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সে ম্যাচে হার্শিত রানার ফুলটস বলে তাকেই ক্যাচ উপহার দেন বিরাট কোহলি। পাশাপাশি ৭ বলে ১৮ রান করা কোহলিকে আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করে আইপিএল কর্তৃপক্ষ।

যদিও কারণ সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়নি। তবে আউট হওয়ার পর আম্পায়ারের উদ্দেশে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কোহলি। তার মনে হয়েছিল, ডেলিভারিটি ফুলটস ছিল না বরং বিমার ছিল। তাই নো বলের দাবি জানান তিনি। কিন্তু টিভি আম্পায়ারও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।

স্লোয়ার ডেলিভারিটি খেলার সময় ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন কোহলি। তখন বল তার কোমর ওপর ছিল। মাটি থেকে ১.০৪ মিটার উচ্চতায় ছিল বল। কিন্তু হকআইতে দেখা যায়, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল তার কোমরের নিচেই থাকত। সেক্ষেত্রে মাটি থেকে বলের উচ্চতা হত ০.৯২ মিটার। কিন্তু কোহলি আউট অসন্তুষ্টই থাকেন। নাখোশ ছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments