Thursday, March 27, 2025
Homeশিক্ষাহঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলেন শিক্ষামন্ত্রী

হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলেন শিক্ষামন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনে বুধবারও দিনভর উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিকাল ৪টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের সড়ক ও মলচত্বর এলাকায় দুই ঘণ্টার বেশি সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতেও চানখারপুল এলাকায় পুলিশের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে, যা চলে আধা ঘণ্টাব্যাপী।

এরপর ক্যাম্পাসের ভেতরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আকস্মিক ঢাবি ক্যাম্পাসে যান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি বলেন, মন্ত্রী রাত ৮টার দিকে ঢাবি ক্যাম্পাসে যান। তিনি উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন। সেখানে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলেন। এর আগে, দুপুরে সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments