Tuesday, December 3, 2024
Homeআন্তর্জাতিকশপথ নিলেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে

শপথ নিলেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে

আলোর যুগ প্রতিনিধিঃ চীনের হুমকির মধ্যেই আজ সোমবার শপথ গ্রহণ করছেন তাইওয়ানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে। জানুয়ারিতে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন লাই চিং-তে। তারপর থেকেই কিনমেন নিয়ে লাইয়ের সঙ্গে চীনের উত্তেজনা চরমে।

লাই চিং-তে’কে একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করে চীন। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে থাকে। স্বশাসিত দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শক্তি প্রয়োগের চেষ্টা কখনোই ছাড়েনি বেইজিং।

নির্বাচনের আগে লাইকে চীন ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করে বলেছিল, তিনি যদি নির্বাচিত হন, তাহলে ‘যুদ্ধ ও পতন’ ডেকে আনবেন। প্রেসিডেন্ট লাই তার বক্তৃতায় তাইওয়ানের গণতন্ত্রের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, দ্বীপটিকে ‘বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত করা যাবে না’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments