Sunday, November 10, 2024
Homeখেলারেকর্ড সংখ্যক লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন জোকোভিচ

রেকর্ড সংখ্যক লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন জোকোভিচ

আলোর যুগ স্পোর্টসঃ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জেকোভিচ রেকর্ড পঞ্চমবারের মতো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন। মেয়েদের হয়ে এই পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। এছাড়া নজরকাড়া পারফরম্যান্সের সৌজন্যে প্রথম ফুটবলার হিসেবে জুডে বেলিংহ্যাম পেয়েছেন লরিয়াসের ‘ব্রেকথ্রু প্লেয়ার অব দা ইয়ার’ পুরস্কার।

গতকাল রাতে মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ২০২৩ সারের সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জেতেন জোকোভিচ। সঙ্গে উইলম্বডন ওপেনের রানার্সআপ হন তিনি। গত বছর তিনি কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments