Tuesday, February 11, 2025
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

আলোর যুগ প্রতিনিধিঃ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সোমবার (১৫ জুলাই) অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেন, একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ১৩ জুলাই সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, ‘মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।’ গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ এবং ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ এবং তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments