Tuesday, December 10, 2024
Homeক্রিকেটপ্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

আলোর যুগ স্পোর্টসঃ  জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ শুক্রবার। তবে দলে প্রধান দু’জন নির্ভরযোগ্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান নেই। দুজনই চট্টগ্রাম পর্বে খেলবেন না। তাদের ছাড়াই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে শান্তর দল।

তবে কেমন হবে বাংলাদেশ একাদশ? সিরিজ নিয়ে ভক্ত ও সমর্থকদের যত উৎসাহ কমই থাকুক না কেন, একাদশ নিয়ে আগ্রহ আছে সবার। কারণ একটাই, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেহেতু মুস্তাফিজ নেই, তাই তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আর মোহাম্মদ সাইফউদ্দিনকে দিয়ে পেস বোলিং ডিপার্টমেন্ট সাজাতে পারে বাংলাদেশ। এর বাইরে স্পিনার কোটায় লেগস্পিনার রিশাদ ও অফস্পিনার শেখ মেহেদি থাকতে পারেন।

এই ৫ বোলারের সঙ্গে ব্যাটার হিসেবে থাকতে পারেন লিটন দাস, বাঁহাতি তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক।

টাইগারদের সম্ভাব্য একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments