Tuesday, December 3, 2024
Homeখেলানতুন মৌসুমে আজ রাতে মাঠে নামছে বার্সা

নতুন মৌসুমে আজ রাতে মাঠে নামছে বার্সা

আলোর যুগ স্পোর্টসঃ আরও দুই দিন আগে লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠেছে। তবে বার্সেলোনা মাঠে নামছে আজ। ভ্যালেন্সিয়ার মাঠ মাস্তেয়ায় আতিথ্য নেবে কাতালানরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ সাত দেখায় ছয়বারই জয়ী হয়েছে বার্সা। আজ রাতেও কাতালানদের জয়ের পূর্বানুমান ফুটবল বোদ্ধাদের।

হ্যানসি ফ্লিকের কাছে আরও বড় প্রত্যাশা বার্সার, শিরোপা জয়ের। ক্লাব কিংবদন্তির জাভি হার্নান্দেজকে সরিয়ে কোচের চেয়ারে বসানো হয়েছে এই জার্মানকে। ফ্লিক ন্যু ক্যাম্পে ট্রফি ফিরিয়ে আনতে পারেন কি না এটা বলবে সময়, তবে কাজটা বড্ড কঠিন।

কিলিয়ান এমবাপ্পে ও এন্ড্রিকে যোগ দেওয়ায় আরও বেড়েছে চ্যাম্পিয়ন রিয়ালের শক্তি। বার্সার স্কোয়াডেও নতুন অন্তর্ভুক্তি হয়েছে পাউ ভিক্তর এবং স্পেনের ইউরোজয়ী তারকা দানি ওলমো। নিকো উইলিয়ামসকেও দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। মাঠের খেলার পাশাপাশি তাই দলবদলের বাজারেও বাড়তি মনোযোগ থাকবে বার্সার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments