Tuesday, December 3, 2024
Homeজেলার খবরতেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.৪ ডিগ্রিতে

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.৪ ডিগ্রিতে

আলোর যুগ প্রতিনিধিঃ হিমালয়ের পাশের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের মাত্রা। শুক্রবার জেলার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে তেঁতুলিয়ার মানুষ। আজ ভোর ৬টায় জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানান তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। তিনি জানান, তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে একই তাপমাত্রা বিরাজ করলেও আজ আবার কমে গেছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছিল। কিন্তু আজ তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে। তিনি আরও বলেন, শীত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পড়লেও পঞ্চগড়ে আগেই শুরু হয়। হিমালয়ের পাদদেশে জেলার অবস্থান হওয়ায় শীতের প্রকোপ অনেক বেশি পড়ে এখানে।

স্থানীয়রা বলছেন, জেলায় সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

পঞ্চগড় সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, জায়গার অভাবে শিশুদের মেঝেতে থাকতে হচ্ছে। বিশেষ মেডিকেল টিম গঠন করে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments