Tuesday, December 10, 2024
Homeখেলাজার্মানিকে রুখে দিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

জার্মানিকে রুখে দিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

আলোর যুগ স্পোর্টসঃ জমজমাট লড়াইয়ে স্বাগতিক জার্মানিকে রুখে দিয়েছে সুইজারল্যান্ড। গতকাল রাতে ফ্রাঙ্কফুর্টে ইউরো কাপের গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমে ড্যান এনডয়ের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পরে সমতা ফেরান নিকলাস ফুলক্রুগ।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসে জার্মানরা। বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল তারাই। কিন্তু স্রোতের বিপরীতে ২৮তম মিনিটে গোল করে সুইসরা। ডি-বক্সের বাইরে ফ্রেউলারের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান এনডয়ে।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া জার্মানি আক্রমণের ধার আরও বাড়ায়। মাঝে একটি গোল পেয়েও যায় তারা। কিন্তু ডি-বক্সে এক সুইস খেলোয়াড়কে ফাউল করায় ভিএআর দেখে সেই গোল বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে জার্মানি। হাভার্টজ-সানদের আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে শুরু করে সুইজারল্যান্ড। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত তারা জার্মানদের আটকে রাখতে সক্ষম হয়। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাউমের ক্রসে হেড করে গোল করেন নিকলাস ফুলক্রুগ। এই গোলেই হার এড়ায় জার্মানি।

এদিকে গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। এই জয়ে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হাঙ্গেরিয়ানদেরও। সবমিলিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে পরের রাউন্ডে যাচ্ছে জার্মানি। আর সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হচ্ছে সুইজারল্যান্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments