আলোর যুগ স্পোর্টসঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছুটি শেষে আবারও ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে দু’জনেই পৌঁছে গেলেন কলম্বোয়। আজ মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন তারা। গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তারপর এক মাস মাঠের বাইরে রোহিত এবং কোহলি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কয়েক দিন আগে তারা পৌঁছে গেলেন দ্বীপরাষ্ট্রে। খেলার মধ্যে না থাকায় টি-টোয়েন্টি সিরিজের মাঝেই তাদের অনুশীলন করাবেন কোচ গৌতম গম্ভীর।
সোমবার দুপুরে কলম্বোয় পৌঁছেছেন কোহলি। রবিবার সন্ধ্যায় অধিনায়ক রোহিতের সঙ্গে কলম্বোয় পৌঁছেছেন ওয়ানডে সিরিজের দলে থাকা লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, কুলদীপ যাদব এবং হর্ষিত রানা। মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। এ দিন থেকেই ওয়ানডে দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরুর পরিকল্পনা করেছেন। প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হয়েছে সূর্যকুমার যাদবের দলের। ২ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ।