Sunday, November 10, 2024
Homeজেলার খবরঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ৬ জেলায় ৯ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ৬ জেলায় ৯ জনের মৃত্যু

আলোর যুগ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস, বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি এবং ৬ জেলায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খরব পাওয়া গেছে। রবিবার (২৬ মে) থেকে সোমবার (২৭ মে) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে পটুয়াখালীতে ৩ জন, বরিশালে ২ জন এবং ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজনসহ অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় সোমবার (২৭ মে) ভোর ৪টার দিকে একটি ভবনের ছাদের ওপরের নির্মাণাধীন দেয়াল ধসে পাশের খাবারের হোটেলের ওপর পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন লোকমান হোটেলের মালিক লোকমান হোসেন ও কর্মী মোকসেদুর রহমান। এ ঘটনায় শাকিব নামে এক হোটেলকর্মী আহত হয়েছেন।

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলাপাড়ায় ফুফু ও বোনকে নিরাপদ স্থানে আনতে যাওয়ার পথে জোয়ারের পানিতে ডুবে মো. শরীফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলার লালমোহন উপজেলায় ঘর চাপায় মনেজা খাতুন (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাবার নাম সিদ্দিক মাঝি। সোমবার ভোর রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় প্রচণ্ড বাতাসে ঘর ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা নগরীতে নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগরীর শাকতলা এলাকায় নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র সাইফুল ইসলাম সাগর ওই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে শাকতলা এলাকার অলী আহমেদের ছেলে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবক মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। তিনি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালে চাপা পড়েন। এতে তার মৃত্যু হয়। গণমাধ্যমকে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-১৯ বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে মহাবিপৎ সংকেত কমিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments