Tuesday, December 10, 2024
Homeঅপরাধকুড়িগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আলোর যুগ প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামীকে মামলার পর গ্রেফতার করেছে থানা পুলিশ। মামলার সূত্রে জানা যায়, জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামের ভিকটিম রশিদা বেগম এর সাথে ৬ বছর পূর্বে ফুলবাড়ী শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকার রহিমুল হক (৩৬) এর সাথে বিবাহ হয়। তাদের ১টি ৪ বছরের কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই ভিকটিমের স্বামীসহ শশুরপক্ষের লোকজন তার বাবার নিকট যৌতুক দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে ভিকটিমকে তার স্বামীসহ শশুরবাড়ির অন্যান্য সদস্যগণ যৌতুকের দাবিতে মারপিট করে।এতে মারপিটের এক পর্যায়ে ভিকটিম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার সংবাদ ভিকটিমের পিতা জানতে পেরে ভিকটিমকে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এরপর সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরপর সোমবার এ নিয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হলে মিয়াপাড়া বাজার হতে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments