Tuesday, December 10, 2024
Homeবিনোদনকঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

আলোর যুগ বিনোদনঃ আবার শিরোনামে জায়গা করে নিলেন বলিউডের ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তবে এবার কোনো সিনেমা কিংবা সম্পর্কজনিত বিষয় নিয়ে নয়। নিজের কঠিন রোগ নিয়ে কথা বলার পরই শিরোনামে উঠে এসেছেন এ অভিনেত্রী। জানা গেছে, তিনি মৃগী রোগে ভুগছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ফাতিমা বলেছেন, ‘দঙ্গল-এর শ্যুটিংয়ের সময় আমার প্রথম মৃগী রোগটি ধরা পড়ে। আমি এটাকে কিছুতেই মানতে পারছিলাম না। এমনকি স্বীকার করতেই রাজি ছিলাম না যে আমার এমন স্নায়বিক ব্যাধি রয়েছে। যে কারণে আমি ওষুধও খাইনি।’

ফাতিমা বলেন, ‘খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কিনা এই রোগের অন্যতম একটা লক্ষ্মণ। মৃগী রোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়। লোকেরা মনে করে আপনি হয়ত মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।’

ফতিমা আরও বলেন, ‘বেশিরভাগ মানুষই মৃগীরোগ সম্পর্কে ভালোভাবে জানেন না। এটা কীভাবে মোকাবিলা করতে হয়, সেকথা জানেন না। লোকজনের এটা সম্পর্কে জ্ঞানের সত্যিই অভাব রয়েছে।’ মৃগী রোগীদের খিঁচুনি ঠিক কেমন হয়, তা ব্যাখ্যা করে ফাতিমা বলেন, খিঁচুনির পরে মৃগীরোগীরা প্রায়শই ট্রমা অনুভব করেন।

কথা প্রসঙ্গে নিজের কথা টেনে ফতিমা বলেন, ‘যেহেতু আমি ঠিকমতো ওষুধ খেতাম না, তাই আমার বেশিই খিঁচুনি হবে সেটাই স্বাভাবিক। আমি ওষুধ খেতেই চাইনি। আমি শুধু লোকজনের সঙ্গেই যুদ্ধ করছিলাম না, ওষুধের সঙ্গেও যুদ্ধ করেছি। আমি ভেবেছিলাম স্বাভাবিক জীবনযাপনের জন্য আমার এগুলির দরকার নেই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments