নৈরাজ্য প্রতিরোধে আশুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি


জাভেদ মোস্তফা :
পোষাক শিল্পে নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে আশুলিয়ায় অবস্থান কর্মসুচি পালন করেছে স্থানীয় বিএনপি। সোমবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিল্পাঞ্চলে এ কর্মসুচি পালন করে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি। বিএনপি দলীয় সাবেক সাংসদ ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু, এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের নির্দেশনায় সংগঠনটি এ কর্মসুচি পালন করেছে। এতে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ.হাই আল- হাদী।
উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা যুবদলের নেতা জাহিদ হাসান বিকাশ।

পোষাক শিল্পে শান্তি বজায় রাখার আহবান জানিয়ে সভাপতি তার বক্তব্যে বলেন, পোষাক শিল্পে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। এজন্য স্থানীয় বিএনপি সকাল -বিকাল মাঠে থাকবে।
আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা বলেন,পোষাক শিল্প হল সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়নগঞ্জসহ আমাদের একটি জাতীয় সম্পদ। তাই এই সম্পদ রক্ষার দায়িত্ব সবার। এই সম্পদ রক্ষা করতে আমরা সকাল থেকে বিকাল পযন্ত মাঠে রয়েছি। কোন অপশক্তি এই সম্পদ বিনষ্ট করতে পারবে না।
আশুলিয়া থানা যুবদলের নেতা জাহিদ হাসান বিকাশ বলেন, কোন প্রকার শিল্প যাতে ক্ষতি না হয় সে জন্য আমাদের যুবদলের আশুলিয়া থানা ও ইয়ারপুর ইউনিয়ননের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক কাতারে দাড়িয়েছি। এজন্য আমরা কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছি।

কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট জিল্লুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হানিফ পলান, সহ-সভাপতি নূর আলম সিদ্দিক,সহ-সভাপতি মো:আমজাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ আলম খান,
আশুলিয়া থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার মো কিসমত, আশুলিয়া থানা ছাত্রদলে সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রনি, আশুলিয়া থানা সেচ্ছাসেব দলের যুগ্নআহবায় মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক দপ্তর সম্পাদক মো: মজিদ পলান, আশুলিয়া থানা যুবদলের নেতা রশিদ পলান, যুবদলের নেতা মো: নরুল ইসলাম পলানসহ বিভিন্ন নেতা কর্মী।