Saturday, January 4, 2025
Homeজাতীয়প্রবাসীদের জ্ঞান-অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের জ্ঞান-অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আলোর যুগ প্রতিনিধিঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে। নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। রবিবার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে—তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। উন্নত তথ্য-প্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিং-এর মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। আর্থিক রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ‘দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ’ শীর্ষক বক্তৃতা দেন। এতে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ এবং প্রবাসী সম্পৃকতা বিষয়ে আলোচনা করেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments