Wednesday, January 1, 2025
Homeজেলার খবরপুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে গণঅভ্যুত্থানে অনেক প্রাণ বাঁচতো: ডিএমপি কমিশনার

পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে গণঅভ্যুত্থানে অনেক প্রাণ বাঁচতো: ডিএমপি কমিশনার

আলোর যুগ প্রতিনিধিঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেতো বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন।

এ সময় শেখ মো. সাজ্জাত আলী বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। পাশাপাশি অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন। ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে। এছাড়া সেবার মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের হারানো ইমেজ ফিরে পেতে হবে বলেও মনে করেন শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, এখনও পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে গিয়ে লজ্জাবোধ করি। ট্রমা থেকে বের হয়ে আসতে পারছি না। এ থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে সেবা দিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments