Thursday, December 26, 2024
Homeজাতীয়দেশে সত্যিকারের পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে : জামায়াত আমির

দেশে সত্যিকারের পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে : জামায়াত আমির

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশে সত্যিকারের পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।

আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন।

মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ, তাই চিকিৎসকদের উন্নত গবেষণার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দেন ডা. শফিকুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments