আলোর যুগ প্রতিনিধিঃ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ফিটিংস, টাইলস, ইলেকট্রিকসহ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান নিয়ে এক ছাতার নিচে শুরু হওয়া রিহ্যাব ফেয়ার জমে উঠেছে। মেলা উপলক্ষে ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ছাড় দিচ্ছে। ১০০ শতাংশ ক্যাশব্যাক, ৫ থেকে ২৫ শতাংশ ছাড়, আইফোন ও বিদেশ ভ্রমণসহ বিভিন্ন আকর্ষণীয় অফারে মানুষ আকৃষ্ট হচ্ছেন। এসব অফারে মেলার দ্বিতীয় দিনেই ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গতকাল রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে সরেজমিনে দেখা যায়, মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীর অনেকেই ফ্ল্যাট বা প্লট বুকিং দিচ্ছেন। কেউ কেউ আবার পছন্দের প্রকল্প সম্পর্কে জানতে এসেছেন। মেলা চলাকালীন আগত দর্শনার্থীরা বিভিন্ন প্লট-অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বুকিং দিলেই পাচ্ছেন বিশেষ ছাড়। অনেক কোম্পানি আবার বুকিংয়ের সঙ্গে সঙ্গেই দিচ্ছে নানা উপহার। যেটা লুফে নিচ্ছেন আগতরা।
রামপুরা থেকে মেলায় এসেছেন শফিক আহমেদ। তিনি বলেন, আমি বসুন্ধরা অথবা জলসিঁড়িতে একটি ফ্ল্যাট কিনতে চাই। এর আগে বিভিন্ন আবাসন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু পছন্দমতো পাইনি। আজ মেলায় এলাম। কারণ, মেলায় একই ছাদের নিচে অনেকগুলো কোম্পানি পাওয়া যায়। এ ছাড়া এখানে নানা অফার ও ছাড় থাকে। এরই মধ্যে কয়েকটা কোম্পানির স্টল ভিজিট করেছি, এখনো দেখছি। পছন্দ হলে বুকিং দেব।
খালিদ আহমেদ এসেছেন পুরান ঢাকা থেকে। তিনি বলেন, রাজধানীর উত্তরার দিকে একটি ফ্ল্যাট কিনতে চাই। অনেক কোম্পানির প্রকল্প দেখেছি। কোনোটা পছন্দ হয়েছে, কোনোটা আবার হয়নি। আমি আরও কিছুটা সময় ঘুরে তারপর বুকিং দিতে চাই। কারণ, এখানে বুকিং দিলেই ছাড় পাওয়া যাবে। সঙ্গে রয়েছে নানা উপহার। তা ছাড়া মেলায় বুকিং দিলে বাড়তি ঝামেলা নেই। কারণ, এখানে আসা সব কোম্পানি রিহ্যাব সদস্য। এদিকে ক্রেতা টানতে কোম্পানিগুলো বিভিন্ন অফার আর মূল্যছাড় দিচ্ছে। হেরিটেজ গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার এসকে সাদিক আহমেদ বলেন, মেলা উপলক্ষে আমরা আমাদের ১২টি প্রজেক্টে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। গ্রাহকের সাধ্য অনুযায়ী আমাদের কাছে ৭ হাজার থেকে ১৭ হাজার টাকা স্কয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। ৭ হাজার টাকার প্রজেক্ট রয়েছে পশ্চিম শেওড়াপাড়ায় আর ১৭ হাজার টাকার প্রজেক্ট রয়েছে মিরপুর ৬ স্টেডিয়ামের পাশে বাণিজ্যিক প্রজেক্টে। সাউথইস্ট ল্যান্ড ডেভেলপার কোম্পানির পারচেজ, ব্যান্ডিং, মার্কেটিং ও সেলসের সিনিয়র ম্যানেজার আল জাবির বলেন, মেলা উপলক্ষে আমাদের নিয়মিত দাম থেকে ১০ শতাংশ ছাড় দিচ্ছি। আমাদের ২২টি প্রজেক্ট চলমান রয়েছে। আমাদের সব প্রজেক্ট বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। মেলায় মানুষ আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে জানতে চাচ্ছেন। ভালো সাড়া পাচ্ছি। ডিএফএল গ্রুপের সিনিয়র এক্সিকিউটিব অফিসার সাজ্জাত হোসাইন রাজন বলেন, আমরা এমনিতেই কম দামে ফ্ল্যাট বিক্রি করে থাকি। তারপরও মেলা উপলক্ষে আমাদের এখানে বুকিং দিলে ৫ শতাংশ ছাড় রয়েছে। বর্তমানে আমাদের ২৫টি প্রজেক্টের কাজ চলমান। গ্রাহকের সাধ্য অনুযায়ী আমাদের কাছে সাড়ে ৭ হাজার থেকে ১১ হাজার টাকা স্কয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। মেলা উপলক্ষে ভালো সাড়া পাচ্ছি। আয়োজকরা জানান, ৫ দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল অ্যান্ট্রি অপরটি মাল্টিপল অ্যান্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল অ্যান্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল অ্যান্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন। অ্যান্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এ বছর প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। এ বছর সাতটি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার। এ ছাড়া চট্টগ্রামে ১৫টি মেলা সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে।