Wednesday, December 25, 2024
Homeঅপরাধসাবেক প্রতিমন্ত্রী স্বপন ও তার স্ত্রী বিরুদ্ধে শত কোটি টাকার মামলা

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ও তার স্ত্রী বিরুদ্ধে শত কোটি টাকার মামলা

আলোর যুগ প্রতিনিধিঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিরুদ্ধে ১০৭ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬৬২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও সহকারী পরিচালক খোরশেদ আলম মঙ্গলবার সন্ধ্যায় দুদক যশোরের কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করেন।

সহকারী পরিচালক আল আমিনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্বপন ভট্টাচার্য্য ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একাদশ সংসদে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি অবৈধ লেনদেন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ৮৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭৯ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছে।

এদিকে সহকারী পরিচালক খোরশেদ আলমের মামলায় উল্লেখ করা হয়েছে, তন্দ্রা ভট্টাচার্য্য তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সাথে যোগসাজসে ২৩ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৫৮৩ টাকার অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি ১০টি ব্যাংক হিসেবে এসব লেনদেন পরিচালনা করেন। এ কারণে তার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন জানান, দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয়। প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments