Wednesday, December 25, 2024
Homeখেলাব্রাজিলে খেলতে গিয়ে আটক ৪ আর্জেন্টাইন নারী ফুটবলার

ব্রাজিলে খেলতে গিয়ে আটক ৪ আর্জেন্টাইন নারী ফুটবলার

আলোর যুগ স্পোর্টসঃ ব্রাজিল-আর্জেন্টিনার মাঠে ও মাঠের বাইরের লড়াইটা অনেকদিনের। মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়ায় ভক্তদের মাঝেও। তবে এবার ব্রাজিলে আর্জেন্টাইন চার নারী ফুটবলের সঙ্গে ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা। লেডিস কাপ প্রীতি টুর্নামেন্ট খেলতে গিয়ে আটক হয়েছেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের চার নারী ফুটবলার। ব্রাজিলের একটি আদালত থেকে তাদের আটকে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

২১ ডিসেম্বর গ্রেমিওর বিপক্ষে ম্যাচ শেষে বর্ণবাদের অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেমিওর সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। ম্যাচটি প্রথমার্ধে বন্ধ হয়ে যায় রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াস একজন বল বয়কে বানরের অঙ্গভঙ্গি করার পর। ম্যাচের ফুটেজ এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে ঘটনাটির সত্যতা মেলে। গ্রেমিওর বিবৃতিতে দাবি করা হয়, তাদের খেলোয়াড়দের এবং বল বয়দের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে রিভার প্লেটের খেলোয়াড়রা।

বল বয়কে দিয়াসের করা সেই বানরের অঙ্গভঙ্গির পরে প্রতিবাদ জানায় গ্রেমিওর খেলোয়াড়রা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাতাহাতি। রেফারি ছয়জন রিভার প্লেট খেলোয়াড়কে লাল কার্ড দেখান। ম্যাচটি এরপর তিনি শেষও করে দেন, কারণ খেলা চালিয়ে যাওয়ার জন্য ন্যূনতম সংখ্যক খেলোয়াড় আর ছিল না দলটির। পরে ক্যান্ডেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজকে বর্ণবাদী আচরণের অভিযোগে আটক করে পুলিশ।

ব্রাজিলের আদালত গতকাল এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশনের নির্দেশ দিয়েছেন। সাও পাওলো জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আদালত তাদের ব্রাজিল ছাড়তে বাধা দিতেই এই পদক্ষেপ নিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে টুর্নামেন্ট কমিটি কঠোর পদক্ষেপ নিয়েছে। রিভার প্লেট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার এবং আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কমিটির বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টের ভাবমূর্তি রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিভার প্লেট ক্লাব এক বিবৃতিতে খেলোয়াড়দের বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে। তবে তাদের আইনজীবী থিয়াস সানকারির কোনো বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, লেডিস কাপের ফাইনালে বাহিয়াকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গ্রেমিও। মূল খেলাটি ১-১ গোলে ড্র হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments