Monday, December 23, 2024
Homeজাতীয়পিলখানা হত্যায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানা হত্যায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোর যুগ প্রতিনিধিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) সংঘটিত ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। এ কমিটিতে সাতজন সদস্য রয়েছে। তারা পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত ও প্রমাণাদি সংগ্রহ করবেন।

সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সব সময় চেয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় একটা কমিশন হোক। সেটি হয়েছে। প্রধান উপদেষ্টা কমিশনটিতে গতকাল রবিবার রাতে সই করেছেন। কমিশনের সদস্য সংখ্যা সাতজন।

তিনি জানান, এ কমিটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান সভাপতি হিসেবে রয়েছেন। থাকছেন সামরিক বাহিনীর দু’জন সদস্য, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments