আলোর যুগ প্রতিনিধিঃ স্বৈরাচার সরকার পতনের দিনে দেশের বিভিন্ন জেলার কারগার থেকে বন্দি পলায়নসহ কারাগারে হামলার ঘটনা ঘটলেও নেত্রকোনায় ছিল শান্ত পরিবেশ। তবে বিভিন্ন মামলায় আটকে রাখা বন্দীদের মধ্যে এদিন জামিনে তিনজন মুক্ত হন। পরদিন (৬ আগস্ট) হয়েছেন ৬৬ জন।
এদিকে, জেলা কারাগারে প্রতিনিয়ত বন্দি প্রবেশ এবং মুক্ত হচ্ছে। কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে সব সময় বন্দি বেশিই থাকছে। গত রবিবার (২২ ডিসেম্বর) জামিনে মুক্ত হয়েছেন ১৯ জন।
জেলা কারাগারের জেলার আবু সাদ্দাত জানান, ৭৯ জন জনবলের কারাগারে মোট বন্দি ধারণ ক্ষমতা রয়েছে ৪০০ জন। তারমধ্যে ৫০ জন নারী। গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫৩৮ জন বন্দি ছিলেন। এ বছর (২৩ ডিসেম্বর) সোমবার পর্যন্ত ৬৪৭ জন। তার মধ্যে বিভিন্ন মামলার মহিলা বন্দি ২৬ জন। সকল বন্দিদের মাঝে মোট কয়েদি ১৮১ জন। তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪২ জন। বিভিন্ন মেয়াদে ৯৩ জন। বিনাশ্রম ৪৫ জন। এছাড়া বন্দিদের মধ্যে বাকিরা হাজতি।