Monday, December 23, 2024
Homeখেলাদাপুটে জয়ে বার্সাকে টপকে গেল রিয়াল

দাপুটে জয়ে বার্সাকে টপকে গেল রিয়াল

আলোর যুগ স্পোর্টসঃ চেনা আঙিনায় ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। চোখধাঁধানো দুইটি গোলে সুর বেঁধে দিলেন কিলিয়ান এমবাপে ও ফেদেরিকো ভালভের্দে। সেভিয়াকে অনায়াসে হারিয়ে বার্সেলোনাকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠল কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার (২২ ডিসেম্বর) লিগ ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

এমবাপে ও ভালভের্দের গোলের পর রদ্রিগোর লক্ষ্যভেদে ৩৪ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। পরক্ষণে ইসাক রোমেরো ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে রিয়ালের চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াস। শেষ দিকে আরেকটি গোল শোধ করেন দোদি লুকবাকিও। এই ম্যাচ দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান সেভিয়ার হয়ে দুই দশকের অধ্যায়ে রেকর্ড ৭০৫ ম্যাচ খেলা হেসুস নাভাস। ম্যাচ শুরুর আগে ৩৯ বছর বয়সী স্প্যানিয়ার্ডকে ‘গার্ড অব অনার’ দেয় দুই দলের খেলোয়াড়রা।

পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে রিয়াল। সেভিয়ার ১০ শটের ৫টি লক্ষ্যে ছিল।গত সপ্তাহে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর লিগে জয় দিয়ে বছর শেষ করল রিয়াল। কার্ডের খাড়ায় এই ম্যাচে খেলতে পারেননি ফিফা বর্ষসেরা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। তবে তাকে ছাড়া রিয়ালের জয় নিয়ে একটুও ভাবতে হয়নি। ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে শিরোপাধারীদের ৪০ পয়েন্ট। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বার্সেলোনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments