Monday, December 23, 2024
Homeক্রিকেট২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে

আলোর যুগ স্পোর্টসঃ ২০২৫ এর ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। শুরুর ১ দিন পরেই অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে। যদিও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ শুরু হবে পাকিস্তানে। গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ২৩ ফেব্রুয়ারি। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ সব খবর জানানো হয়েছে।

পিসিবির মুখপাত্র আমির মীর জানান, গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি)।’

চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো আলোচনায় ছিল। এর আগে গত সপ্তাহে আইসিসি জানায়, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও বিসিসিআই আয়োজিত পরবর্তী চারটি আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে যাবে না। অতিথি দলটি নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে, পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।

গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে ৪ মার্চ খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণীও সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments