Sunday, December 22, 2024
Homeক্রিকেট৩৫ উইকেট শিকারে থামলো রিশাদের রেকর্ড-যাত্রা

৩৫ উইকেট শিকারে থামলো রিশাদের রেকর্ড-যাত্রা

আলোর যুগ স্পোর্টসঃ ২০২৪ সালের শুরুতে রিশাদ হোসেন ছিলেন বাংলাদেশ দলের সম্ভাবনাময় এক লেগ স্পিনার। শুক্রবার (২০ ডিসেম্বর) বছরের শেষ ম্যাচটি যখন খেললেন, তখন তার পরিচয় দলের ভরসা। মাঝের সময়টায় ছিল তার রেকর্ড গড়ার অভিযান। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি নতুন উচ্চতায় তুলে নিয়ে বছর শেষ করলেন তরুণ এই লেগ স্পিনার।

মুস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি আগের সিরিজেই গড়েছিলেন রিশাদ। এই সিরিজে তা সমৃদ্ধ করলেন আরও। শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে তিন উইকেট ও সিরিজে ছয় উইকেট নিয়ে এই বছর তার উইকেট মোট ২৪ ম্যাচে ৩৫টি। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। এক বিশ্বকাপে যা বাংলাদেশের রেকর্ড।

২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে রেকর্ড ছিল মুস্তাফিজুর রহমানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে সাত উইকেট ও শেষ ম্যাচে দুই উইকেট নিয়ে মুস্তাফিজকে ছাড়িয়ে গেছেন তাসকিনও। এ বছর তার উইকেট ১৯ ম্যাচে ৩০টি। এই বছর ১৮ ম্যাচে ২৭ উইকেট নিয়ে রেকর্ডের চার নম্বরেও আছেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ১০ রানে ৬ উইকেট নিয়ে অনেকটা এগিয়ে যান তিনি।

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড উগান্ডার এক বোলারের। গত বছর ৩০ ম্যাচে ৫৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার আলপেশ রামজানি। উগান্ডারই আরেক বাঁহাতি স্পিনার হেনরি সেনইয়োন্দো গত বছর ৩০ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে আছেন রেকর্ডের দুইয়ে। এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট এহসান খানের। হংকংয়ের অফ স্পিনার ২৭ ম্যাচে নিয়েছেন ৪৬ উইকেট। উইকেট শিকারে রিশাদের ওপরে আছেন পাঁচ বোলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments