Thursday, January 2, 2025
Homeজাতীয়দ্রুত নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান ফারুকের

দ্রুত নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান ফারুকের

আলোর যুগ প্রতিনিধিঃ কারো কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচনী রোড ম্যাপ ও জনআকাঙ্ক্ষা’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় এমন আহ্বান জানান তিনি। ভারতের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে মানুষ এখন অনেক সচেতন। সমর্থনের নামে লুট করলে তা মেনে নেয়া হবে না। এছাড়াও তিন মাস পর কোন পথে ওবায়দুল কাদের পালালো সেটা সরকার জানে না- এমন বক্তবকে অবিশ্বাসযোগ্যও বলে মন্তব্য করেন তিনি।

এদিকে আওয়ামী লীগের আসছে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে বক্তারা বলেন, আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করার চেষ্টা করলে জনগণকে নিয়ে সেটা প্রতিহত করবো। একইসঙ্গে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments