Wednesday, December 18, 2024
Homeখেলাব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

আলোর যুগ প্রতিনিধিঃ ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল লম্বা সময় ধরেই ছন্দে নেই। আন্তর্জাতিক আসরগুলোর পাশাপাশি প্রীতি ম্যাচগুলোতেও ব্রাজিলের সেই ছন্দময় ফুটবলের দেখা মিলছে না। এই দশা দেখে হতাশ দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো দি নাজারিও। বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারের মতে, একটা বড় পরিবর্তনের বিকল্প নেই। আর সেটা করতে নিতে চান বড় দায়িত্বও।

সম্প্রতি নিজের ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’-এর এক অনুষ্ঠানে রোনালদো বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, সামনে কোনো নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।’

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চের জন্য নির্ধারিত হয়েছে। তার আগে রোনালদোর এমন মন্তব্য বলে দেয়, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। সর্বশেষ ভেনেজুয়েলার সঙ্গেও ব্রাজিল ড্র করেছে ১–১ গোলে। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোয় ব্রাজিল আদৌ নিজেদের খুঁজে পাবে কি না, তা নিয়েও আছে সংশয়। শুধু কোচের পদেই নয়, বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফের ভেতরেও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments