Saturday, November 23, 2024
Homeরাজনীতিপার্বত্যাঞ্চলে সন্ত্রাস থাকলে অভিযানও থাকবে : প্রতিমন্ত্রী

পার্বত্যাঞ্চলে সন্ত্রাস থাকলে অভিযানও থাকবে : প্রতিমন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ পার্বত্যাঞ্চলে যতদিন সন্ত্রাস থাকবে, ততদিন আইনৃঙ্খলা বাহিনীর অভিযানও থাকবে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, সরকার পাহাড়বাসীর জন্য শান্তি  ও নিরাপত্তা নিশ্চি করতে চায়। শুধু কুকি চিন না, কোনও শান্তি ভঙ্গকারী, কোনও সশস্ত্র সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবেনা। অভিযানের মধ্যে দিয়ে সন্ত্রাস নির্মূল করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে তিন টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভা শেষে গণমাধ্যম কর্মীদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন। এসময় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, পার্বত্যাঞ্চল নিয়ে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ণের ধারা অব্যাহত রাখা হবে। সকারের দেওয়া সীমান্ত সড়ক পার্বত্য বাসির জন্য আশীর্বাদ। এ সড়ক নির্মাণ কাজ শেষ হলে উন্নয়নের জোয়ার বইবে এ অঞ্চলে।

তিনি বলেন, যারা এ উন্নয়ন ব্যহত করার চেষ্টা করবে তাদের প্রতিহোত করতে পাহাড়ি বাঙালি ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য গড়ে তুলতে হবে। অদৃশ্য শক্তিবলতে কিছু নেই। শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলাবাহিনী তাদের কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ও কাজ করছে। দেশের মানুষ যাতে শান্তি ও নিরাপত্তায় থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির রুদ্বদ্বার সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বীর বাহাদুর শৈ সিংয়ের সভাপতিত্বে এতে সংসদ সদস্য দীপংকর তালুকদার, পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেব , ব্রাম্মনবাড়িয়া -২ আসনের সংসদ সদস্য  মো. মঈন উদ্দীন, ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মাহামুদুল হক সায়েম, বরিশাল- ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, সংরক্ষতি মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments