Sunday, January 5, 2025
Homeআন্তর্জাতিকগুলি না চালিয়ে বিজয় উদযাপনের আহ্বান সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানির

গুলি না চালিয়ে বিজয় উদযাপনের আহ্বান সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানির

আলোর যুগ প্রতিনিধিঃ সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল-জোলানি দেশটির জনগণকে ‍বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি গুলি না চালিয়ে বিজয় উদযাপন করতে বলেছেন। সম্প্রতি রাক্কা শহরে দুর্ঘটনাবশত গুলি চালানোর ঘটনায় প্রাণহানির পর তিনি এ আহ্বান জানালেন। শুক্রবার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান জোলানিকে এক ভিডিওতে সাদা শার্ট ও ভেস্ট পরে উপস্থিত হতে দেখা যায়।

এটা তার সাধারণ সামরিক পোশাকের থেকে আলাদা। তিনি বলেন, আমি সিরিয়ার জনগণকে এই পবিত্র বিপ্লবের বিজয়ের জন্য অভিনন্দন জানাই। আমি তাদের রাস্তায় নেমে আনন্দ প্রকাশের আহ্বান জানাই, তবে গুলি ছোড়া এবং মানুষকে ভয় দেখানোর প্রয়োজন নেই। আমরা এখন দেশ গড়ার কাজে মনোযোগী হবো।

জোলানির এই বার্তা এমন সময় আসলো যখন রাক্কায় গুলি ছোড়া নিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। খবর অনুসারে, বৃহস্পতিবার রাক্কা শহরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতন উদযাপনে শত শত মানুষ রাস্তায় নামেন। কিন্তু এক ব্যক্তি ভুলবশত মেশিনগানের গুলি চালিয়ে ফেলেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ‘রাক্কা ইজ বিয়িং স্লটারড সাইলেন্টলি’ নামের একটি কর্মী গোষ্ঠীর মতে, ওই গুলির পর স্থানীয় যুবকদের সঙ্গে মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ হয়। পাথর ছোড়াছুড়ি ও পাল্টা গুলির ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। একজন সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

রাক্কায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ ও তুরস্ক-সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আরব সংখ্যাগরিষ্ঠ এই শহরের কিছু বাসিন্দা এসডিএফের কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ এফএসএ’র হাতে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments