আলোর যুগ স্পোর্টসঃ হঠাৎ কী হলো ম্যানসিটির! পারফরম্যান্সে যাচ্ছেতাই অবস্থা। ইউরোপে প্রতিপক্ষ দলগুলোর শিবিরে রীতিমতো ভীতি ছড়ানো দলটির সেই ভয়ঙ্কর রূপ হঠাৎ করেই মিলিয়ে গেল। একের পর এক হার ও ড্রয়ে অবস্থা বেগতিক। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের কাছে ২-০ গোলে হেরে বসল পেপ গার্দিওলার দল। বুধবার জুভেন্তাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে আতিতেয়তা নেয় ম্যানসিটি। ম্যাচে জুভেন্তাসের দুসান ভ্লাহোভিচ ও ওয়েস্টান ম্যাককেনির একটি করে গোলে হার নিশ্চিত হয় সিটির।
প্রথমার্ধে জুভেন্তাসের আক্রমণে সেভাবে ধার ছিল না। একই সময়ে আরও নির্জীব ছিল সিটির আক্রমণভাগ। ম্যাচের ডেডলাইন ভাঙতে দ্বিতীয়ার্ধ পরপর আক্রমণে ওঠে স্বাগতিক তুরিনের ক্লাব। সমান লড়াই চালাতে থাকে সিটিও। তারই মাঝে ৫৩তম মিনিটে ভ্লাহোভিচের গোলে লিড নেয় জুভেন্তাস। সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেড দেন, সেই বল সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বুকে লেগে গোললাইনে ড্রপ খেয়ে ভেতরে ঢুকে যায়।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে সিটি। ৬৮তম মিনিটে বক্সের বাইরে থেকে ইলকাই গুনদোয়ানের শট ঠেকিয়ে দেন জুভেন্তাস গোলরক্ষক। উল্টো ৭৫তম মিনিটে স্বাগতিকদের দ্বিতীয় গোলে হতাশা বাড়ে ম্যানসিটি শিবির। পেনাল্টি স্পটের কাছে দুর্দান্ত ভঙ্গিতে গোল করেন ম্যাককেনি। যুক্তরাষ্ট্র মিডফিল্ডারের সেই গোলটিই তাদের জয় নিশ্চিত করে দেয়। বাকি সময়ে জালের দেখা পায়নি আর কেউ।
এই ম্যাচ দিয়ে ইতালিয়ান তুরিনের ক্লাবটি যেমন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা জোরালো করল, তেমনি টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও নড়বড়ে করে তুলল গার্দিওলার শিষ্যরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচে কেবল একটিতে জিতেছে ম্যানসিটি। ইউসিএলের ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ২২ নম্বরে। তাদের হারিয়ে সরাসরি নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখল জুভেন্তাস। সমান ম্যাচে ১৪ নম্বরে থাকা দলটির পয়েন্ট ১১।