Thursday, December 12, 2024
Homeআন্তর্জাতিকসিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর

আলোর যুগ প্রতিনিধিঃ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেছেন, এখন সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সময়। ক্ষমতায় আসার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

গত রবিবার সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ আল-বশির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

২৭ নভেম্বর থেকে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ায় ক্ষমতাসীন বাশার সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। মাত্র ১২ দিনের অভিযানে বিদ্রোহীরা বাশার আল-আসাদের দুই দশকের শাসনের অবসান ঘটায়। রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে আসে এবং বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি জানিয়েছে, বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ার মস্কোয় অবস্থান করছেন। বিদ্রোহীদের বিজয়ের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় বসেন এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি, বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

আল-জুলানি বলেছেন, সিরিয়া এখন যুদ্ধের পরিবর্তে পুনর্গঠন ও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিরিয়া যুদ্ধ করে ক্লান্ত। আমরা আর কোনো যুদ্ধে জড়াতে যাচ্ছি না। এই দেশ স্থিতিশীলতার পথে এগোবে।’

এছাড়া, যুদ্ধাপরাধ এবং নির্যাতনের জন্য বাশার সরকারের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন আল-জুলানি। তিনি বলেন, আমরা একটি নতুন, স্থিতিশীল এবং সমৃদ্ধ সিরিয়া গড়ে তুলতে চাই। যুদ্ধ নয়, শান্তি এবং উন্নয়নের পথে আমরা অগ্রসর হচ্ছি।

মোহাম্মদ আল-বশির তার বক্তব্যে বলেন, এখন সিরিয়ার জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করার সময়। যুদ্ধের দিনগুলো আমাদের পেছনে ফেলে আসতে হবে। আমরা একটি নতুন সিরিয়া গড়ার পথে হাঁটছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments