Thursday, December 12, 2024
Homeক্রিকেটএক ওভারে পাঁচ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি জিসানের

এক ওভারে পাঁচ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি জিসানের

আলোর যুগ স্পোর্টসঃ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এ দিন সিলেটের ইনিংসের ১৫তম ওভারে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন জিশান আলম। ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রের করা ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকান সিলেটের ওপেনার জিশান।

জিশানের ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলেন আরাফাত। প্রথম তিনটি ছক্কা খাওয়ার পর তো শেষ দুই বলে ফুল টসই করে বসেন তিনি। যার দুটোকেই সীমানাছাড়া করেছেন জিশান। এ দিন ৫২ বলে চারটি চার ও ১০টি ছক্কায় সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান জাহাঙ্গীর আলমের ছেলে জিশান।  জিশানের ঝড়ে ৪ উইকেটে ২০৫ রান তুলেছে সিলেট। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে অধিনায়ক মাহফুজুর রাব্বীর ব্যাট থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments