Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকনিরাপত্তাখাতে সম্পর্ক জোরদার করতে রাশিয়া-ইরান চুক্তি

নিরাপত্তাখাতে সম্পর্ক জোরদার করতে রাশিয়া-ইরান চুক্তি

আলোর যুগ প্রতিনিধিঃ নতুন উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি খানিকটা শান্ত। তবে ভেতরে ভেতরে উত্তেজনা চলছেই। বিবদমান দুই পক্ষ ভেতরে ভেতরে শক্তি সঞ্চার করছে। ইরান চাইছে সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলে ইসরায়েলকে কাবু করতে। তাই তেহরান আমেরিকা বিরোধী বৈশ্বিক শক্তিগুলোর সাথে জোট বাঁধছে। এবার রাশিয়ার সাথে একটি বিশেষ সমঝোতা স্মারকে সই করেছে ইরান।

নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতেই এই চুক্তি করা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি আকবার আহমাদিয়ান ও তার রাশিয়ার কাউন্টারপার্ট নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত ১২তম আন্তার্জাতিক হাই রিপ্রেজেনট্যাটিভস ফর সিকিউরিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।

এই চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেক কৌশলগত বিষয়ে একে অপরকে সহযোগিতা করবে। গত কয়েক বছর ধরেই ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয়ে একসাথে কাজ করছে। আর দু’টি দেশই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments