Thursday, December 12, 2024
Homeক্রিকেটএশিয়া কাপ বিজয়ী যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

এশিয়া কাপ বিজয়ী যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আলোর যুগ স্পোর্টসঃ মাঠের পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফিটা বাগিয়ে নিয়েছেন বাংলাদেশের যুবারা। দুবাইয়ের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে বাংলাদেশ।

গৌরবময় অর্জনে এনে দেওয়ায় আজ যুবাদের পুরস্কৃত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ীদের ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছে মন্ত্রণালয়টি। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ রাতেই ট্রফিসহ বাংলাদেশে ফিরবে এশিয়ার চ্যাম্পিয়নরা।

এর আগে দুবাইয়ে আগে ব্যাট করে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৯ রানে অলআউট হয় ভারত। এতে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ। এই দুবাইয়ে ২০২৩ সালের যুব পর্যায়ে প্রথমবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments