Thursday, December 12, 2024
Homeবিনোদনশাহরুখের সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই: অভিজিৎ

শাহরুখের সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই: অভিজিৎ

আলোর যুগ বিনোদনঃ বলিউড বাদশা শাহরুখ খানের কণ্ঠে অভিজিৎ ভট্টাচার্যের গান মানেই সফল। একটা সময় বলিউডে শাহরুখের কণ্ঠে পর পর গান গেয়েছিলেন বাঙালি গায়ক। কিন্তু তার পরে হঠাৎ ছন্দপতন। একটা সময়ের পরে শাহরুখের জন্য আর প্লেব্যাক করেননি অভিজিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক। আত্মসম্মানের জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

গায়ক বলেছেন, ‘আত্মমর্যাদা ক্ষুণ্ন হলে মনে হয়, ‘যথেষ্ট হয়েছে’। আমি তো শাহরুখের জন্য গান গাইনি। আমি নিজের কাজের জন্য গেয়েছি। কিন্তু একটা সময়ে দেখলাম চা-পরিবেশককেও কৃতিত্ব দেওয়া হচ্ছে। কিন্তু গায়ককে সেই সম্মান দেওয়া হচ্ছে না। তখন আমি ভাবলাম, ‘কেন তোমার কণ্ঠে গান গাইব?’

ভবিষ্যতে শাহরুখের জন্য নিজের কণ্ঠে দেবেন অভিজিৎ? এই প্রসঙ্গে অভিজিৎ বলেন, “এমন নয় যে, শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু শাহরুখ এখন আর মানুষ নেই। ও এখন বিরাট মাপের তারকা। নিজেও হয়ত জানেন না, কোথায় পৌঁছে গেছেন। তাই তার থেকে আমি আর কী-ই বা আশা করব? আমি যেমন ছিলাম, তেমনই রয়ে গেছি।’

‘আমি নিজের মতো করে এগিয়েছি। আমি শাহরুখের চেয়ে ৫-৬ বছরের বড়। ও প্রায় ৬০ পেরিয়েছি। আমিও ষাটোর্ধ্ব তাই কারও ক্ষমা চাওয়ারই প্রশ্ন উঠছে না। দু’জনেরই আত্মসম্মান বোধ রয়েছে। আমাদের জন্ম তারিখও পর পর। তাই আমার ওর সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই।’

কিছু দিন আগে মুম্বাই শহরে অনুষ্ঠান করে গেলেন আমেরিকার পপ তারকা ডুয়া লিপা। ডুয়া তার গান ‘লেভিটেটিং’-এর সঙ্গে মিলিয়ে দেন শাহরুখের ‘বাদশাহ’ ছবির গান ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’। করতালিতে ভরিয়ে দিয়েছিল দর্শক। ছবিতে গানটি গেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সর্বত্র ডুয়ার সঙ্গে শুধুই শাহরুখের জয়জয়কার হচ্ছে। কোথাও তার নামের উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিজিৎ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments