Wednesday, December 4, 2024
Homeজাতীয়১৫ আগস্ট 'জাতীয় শোক' দিবসের ছুটি স্থগিত

১৫ আগস্ট ‘জাতীয় শোক’ দিবসের ছুটি স্থগিত

আলোর যুগ প্রতিনিধিঃ ১৫ আগস্টে ‘জাতীয় শোক’ দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রবিবার (০১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সোমবার (০২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৯ সালে ১৫ আগস্টকে ‘জাতীয় শোক’ দিবস ঘোষণা করে হাইকোর্ট। যা এতদিন পালিত হয়ে আসছিলো। তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ।

আওয়ামী লীগ সরকার ২০০৮ সাল থেকে ১৫ আগস্ট ‘জাতীয় শোক’ দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এরপর ১৩ আগস্ট এ বছরের ছুটিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার দিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দিনটি ছিল সরকারি ছুটি। ‘ক’ ক্যাটেগরির জাতীয় দিবস হিসেবে এটি পালিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments