Wednesday, December 4, 2024
Homeবিনোদনআল্লু অর্জুনের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ!

আল্লু অর্জুনের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ!

আলোর যুগ বিনোদনঃ আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে ‘পুষ্পা ২’। আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রিও ক্রমশ বাড়ছে। তার মধ্যেই আল্লুর বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের হয়েছে।

আল্লু তার অনুরাগীদের ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন। কিন্তু অভিনেতার এই বিশেষণ নিয়েই সম্প্রতি আপত্তি উঠেছে। সম্প্রতি মুম্বাইয়ে সিনেমার এক প্রচার অনুষ্ঠানে আল্লু তার অনুরাগীদের উদ্দেশে বলেন, ‘‘আমার কোনো অনুরাগী নেই। আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকেন।’’ অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত।

সূত্রের খবর, অনুরাগীদের দেশের ‘সেনা’র সঙ্গে তুলনা করায়, হায়দরাবাদের জহর নগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন থানায়। অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তার অনুরাগীদের ‘আর্মি’ সম্বোধন করতে নিষেধ করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, ‘‘সেনারা সম্মাননীয়। তারা আমাদের দেশকে রক্ষা করেন। তাই আপনি (আল্লু অর্জুন) আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।’’ অভিযোগ দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত আল্লুর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments