Sunday, December 22, 2024
Homeজেলার খবরআজও সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

আজও সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

আলোর যুগ প্রতিনিধিঃ শীতের দাপটে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তীব্র ঠাণ্ডার কারণে কাজে যেতে পারছেন না কর্মজীবী মানুষেরা। এছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

এদিকে, তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরো কমতে থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments