Thursday, November 28, 2024
Homeজেলার খবরগাড়িতে ফের ট্রাকচাপায় হত্যাচেষ্টার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

গাড়িতে ফের ট্রাকচাপায় হত্যাচেষ্টার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

আলোর যুগ প্রতিনিধিঃ গাড়িতে আবারও ট্রাকচাপা দিয়ে দ্বিতীয় দফায় হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তার গাড়িকে আবারও ধাক্কা দেয় একটি ট্রাক।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও পরপর দুর্ঘটনার বিষয়টি ‘পরিকল্পিত হামলা’ বলে সন্দেহ করছেন তিনি। এদিকে, হাসনাত আবদুল্লাহর গাড়িকে ট্রাকচাপা দেওয়ার খবর চাউর হতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

তিনি লিখেছেন, ‘চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম। পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে! এসব ষড়যন্ত্র করে আর কত?’

‘কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন, তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি। ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি।’

উল্লেখ্য, বুধবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে ট্রাকচাপা দেওয়া হয় বলে অভিযোগ তোলা হয়। পরে রাতে তারা দু’জন একই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে বলেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো- শহীদেরা মরে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments