Tuesday, November 26, 2024
Homeক্রিকেটনিলাম শেষে যেমন হলো আইপিএলের ১০ দলের স্কোয়াড

নিলাম শেষে যেমন হলো আইপিএলের ১০ দলের স্কোয়াড

আলোর যুগ স্পোর্টসঃ সৌদি আরবের জেদ্দায় দুইদিন ধরে চলছিল আইপিএলের মেগা নিলাম। বিশ্বের সব থেকে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম ঘিরেও থাকে টানটান উত্তেজনা। পছন্দের ক্রিকেটারকে দলে নিতে কাড়িকাড়ি, অর্থ নিয়ে নিলাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দলগুলো।

এবারের নিলামেও হয়েছে বেশ কিছু রেকর্ড। চড়া দামে ক্রিকেটার যেমন কিনেছে দলগুলো তেমনি নিলাম শেষ হলেও দল পাননি অনেক তারকা ক্রিকেটার। আবার আগের নিলামগুলোতে চড়া দামে বিক্রি হওয়া অনেক ক্রিকেটারের দামও কমেছে। দুই দিন ব্যাপি নিলাম শেষে যেমন হয়েছে আইপিএলের ১০ দলের স্কোয়াড:

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

দেশি ক্রিকেটার: রিঙ্কু সিং (রিটেইন), বরুণ চক্রবর্তী (রিটেনশন), হার্ষিত রানা (রিটেনশন), রামানদীপ সিং (রিটেনশন), বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব আরোরা, উমরান মালিক, মানিশ পান্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে।

বিদেশি ক্রিকেটার: আন্দ্রে রাসেল (রিটেনশন), সুনীল নারিন (রিটেনশন), এনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, স্পেন্সার জনসন, মঈন আলি, রহমানুল্লাহ গুরবাজ, রভম্যান পাওয়েল।

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)

দেশি ক্রিকেটার: জাসপ্রীত বুমরাহ (রিটেনশন), হার্দিক পান্ডিয়া (রিটেনশন), সূর্যকুমার যাদব (রিটেনশন), রোহিত শর্মা (রিটেনশন), তিলক বর্মা (রিটেনশন), দীপক চাহার, নামান ধীর,  রবিন মিনজ, করণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন টেন্ডুলকর, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুমার, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা।

বিদেশি ক্রিকেটার: ট্রেন্ট বোল্ট, উইল জ্যাকস, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিস টপলি, বিভান জন জ্যাকবস।

চেন্নাই সুপার কিংস (সিএসকে)

দেশি ক্রিকেটার: রুতুরাজ গায়কওয়াড় (রিটেনশন), রবীন্দ্র জাদেজা (রিটেনশন), শিভাম দুবে (রিটেনশন), মহেন্দ্র সিং ধোনি (রিটেনশন), রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, রাহুল ত্রিপাঠি, দীপক হুদা, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়াশ গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধুরি, অংশুল কম্বোজ, গুরজপনীত সিং, শেখ রশিদ। বিদেশি ক্রিকেটার: মাথিশা পাথিরানা (রিটেনশন), নুর আহমেদ, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, স্যাম কারান, নাথান এলিস, জেমি ওভার্টন।

রাজস্থান রয়্যালস (আরআর)

দেশি ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল (রিটেনশন), সঞ্জু স্যামসন (রিটেনশন), ধ্রুব জুরেল (রিটেনশন), রিয়ান পরাগ (রিটেনশন),  সন্দীপ শর্মা (রিটেনশন), তুষার দেশপান্ডে, নীতিশ রানা, আকাশ মাধোয়াল, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকেয়, বৈভব সূর্যবংশী, শিবম দুবে, যুধবীর চড়ক।

বিদেশি ক্রিকেটার: শিমরন হেটমায়ার (রিটেনশন), জফরা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, ফজল হক ফারুকি, কোয়েনা মাফাকা।

গুজরাট টাইটান্স (জিটি)

দেশি ক্রিকেটার:  শুভমন গিল (রিটেনশন), সাই সুদর্শন (রিটেনশন), শাহরুখ খান (রিটেনশন), রাহুল তেওয়াটিয়া (রিটেনশন), মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিং ব্রার, মোহাম্মদ আরশাদ খান, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু। বিদেশি ক্রিকেটার: রশিদ খান (রিটেনশন), জস বাটলার, কাগিসো রাবাদা, শেরফেন রাদারফোর্ড, জেরাল্ড কোয়েটজি, গ্লেন ফিলিপস, করিম জানাত।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)

দেশি ক্রিকেটার: বিরাট কোহলি (রিটেনশন), রজত পাতিদার (রিটেনশন), যশ দয়াল (রিটেনশন), জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, সুয়াশ শর্মা, দেবদূত পাডিক্কাল, স্বপ্নিল সিং, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে।

বিদেশি ক্রিকেটার: জশ হ্যাজেলউড, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জ্যাকব বেথেল, নুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, লুঙ্গি এনগিডি।

দিল্লি ক্যাপিটালস (ডিসি)

দেশি ক্রিকেটার: অক্ষর প্যাটেল (রিটেনশন), কুলদীপ যাদব (রিটেনশন), অভিষেক পোড়েল (রিটেনশন), লোকেশ রাহুল, টি নাটরাজন, মুকেশ কুমার, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, সামির রিজভি, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, মনবান্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে। বিদেশি ক্রিকেটার: ট্রিস্টান স্টাবস (রিটেনশন), মিচেল স্টার্ক, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, হ্যারি ব্রুক, ফাফ ডু প্লেসি, ডোনোভান ফেরেরা, দুশমন্ত চামিরা।

লখনৌ সুপার জায়ান্টস (এলসজি)

দেশি ক্রিকেটার: মায়াঙ্ক যাদব (রিটেনশন), রবি বিষ্ণোই (রিটেনশন), আয়ুষ বাদোনি (রিটেনশন), মহসিন খান (রিটেনশন), রিশাভ পন্ত, আভেশ খান, আকাশ দীপ, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকাশ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল। বিদেশি ক্রিকেটার: নিকোলাস পুরান (রিটেনশন), ডেভিড মিলার, মিচেল মার্শ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ।

পাঞ্জাব কিংস (পিকে)

দেশি ক্রিকেটার: শশাঙ্ক সিং (রিটেনশন), প্রভাসিমরান সিং (রিটেনশন), শ্রেয়াশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, নেহাল ওয়াধেরা, প্রিয়াংশ আর্য্য, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান, হরনুর পান্নু। বিদেশি ক্রিকেটার: মার্কাস স্টোইনিস, মার্কো ইয়ানসেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, অ্যারন হার্ডি, জেভিয়ার বার্লেট।

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)

দেশি ক্রিকেটার: অভিষেক শর্মা (রিটেনশন), নিতীশ রেড্ডি (রিটেনশন), ঈশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, সিমারজিত সিং, এশান মালিঙ্গা, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত ভার্মা, অথর্ব তাইড়ে। বিদেশি ক্রিকেটার: হেনরিখ ক্লাসেন (রিটেনশন), প্যাট কামিন্স (রিটেনশন), ট্রাভিস হেড (রিটেনশন), অ্যাডাম জাম্পা, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, কামিন্দু মেন্ডিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments