Sunday, November 24, 2024
Homeমহানগরআবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের

আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আবারও যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছেন চালকরা। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী মোড় অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। বর্তমানে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটারিচালিত রিকশার চালকরা কাজলার দিক থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে আসেন। এরপর তারা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়। এদিকে রিকশাচালকরা যাতে সড়ক ছেড়ে দেন এজন্য তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের (যাত্রাবাড়ী) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, সার্বিক পরিস্থিত নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা শান্তিপূর্ণ পরিস্থিত বজায় রাখার চেষ্টা করছি। যাতে জানমালের কোনো ক্ষতি না হয়।

পাশাপাশি আমরা তাঁদের সাথে আলাপ আলোচনা করছি, যাতে তারা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল শুরু হয়ে জনগণের ভোগান্তি কমে। এর আগে গত বুধবার (২০ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশার চালকরা যাত্রাবাড়ী ও দয়াগঞ্জে সড়ক অবরোধ করেন। এছাড়া মহাখালীসহ আরও কিছু এলাকায় তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments