Saturday, November 23, 2024
Homeখেলাজয় দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

জয় দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

আলোর যুগ স্পোর্টসঃ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দু’টি ম্যাচে আর্জেন্টিনার সঙ্গী ছিল ড্র ও হারের হতাশা। তবে সেসব দূরে ঠেলে আজ বুধবার (২০ নভেম্বর) মেসি-মার্টিনেজরা তুলে নিয়েছে জয়। ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়ে দর্শকের হাসি ফিরিয়ে এনেছে আলবিসেলেস্তেরা।

বুয়েনস আয়ার্সে লা বমবনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। এর আগে-পরে বেশ কিছু সুযোগ পেলেও সেসব পরিণত হয়নি গোলে। তাই, ৫৫ মিনিটে করা গোলটিই হয়ে রয় ম্যাচের ভাগ্য নির্ধারণী।

জাতীয় দলের জার্সিতে এটি ছিল চলতি বছরে আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচ। চেনা দর্শকের সামনে বছরটা জয় দিয়ে শেষ করল আর্জেন্টিনা। মেসি-মার্টিনেজের যুগলবন্দিতে গোলটিও হয়েছে চোখধাঁধানো। পেরুর রক্ষণভাগের কাছে বল পান মেসি। বামপ্রান্ত দিয়ে এগোবেন, এমন সময় তার সামনে মানব দেয়াল হয়ে দাঁড়ান পেরুর ডিফেন্ডাররা।

তবে, মেসি ছন্দে থাকলে তাকে আটকানোর সাধ্য কার! দেয়াল ভেদ করে চিপ করলেন, শূন্যে ভাসা বলেই শট নিলেন মার্টিনেজ। পেরু গোলরক্ষক পেদ্রো বাঁ দিকে ঝাঁপিয়ে পারলেও বলের নাগাল পাননি, এদিকে বল খুঁজে নেয় জাল। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষে অটল রইল আর্জেন্টিনা। ১২ ম্যাচ শেষে আট জয় ও একটি ড্রতে লিওনেল স্কালোনির শিষ্যদের পয়েন্ট ২৫।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments