আলোর যুগ স্পোর্টসঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। মূল সিরিজ শুরুর আগে সেখানে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে চারদিনের ম্যাচটি হচ্ছে না।
পূর্ব নির্ধারিত সূচিতে থাকা চার দিনের প্রস্তুতি ম্যাচটি বাতিল হওয়ায় ভিন্ন উপায়ে প্রস্তিতি নেবে বাংলাদেশ। বিকল্প হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। মূলত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চার দিনের ম্যাচটি দুই দিনে নামিয়ে আনার প্রস্তাব দেয়, পরে সেই প্রস্তাব গ্রহণ করে বিসিবিও। এই ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের শেষ সময়ে ঝালিয়ে নিতে ভালো সুযোগ পাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড:
ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড :
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।