Sunday, November 24, 2024
Homeক্রিকেটসিরিজ হারের কারণ জানালেন মিরাজ

সিরিজ হারের কারণ জানালেন মিরাজ

আলোর যুগ স্পোর্টসঃ শারজাহতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমবার ঘরের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শক্তিশালী অবস্থানে থাকলেও আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের দুর্দান্ত সেঞ্চুরিতে সেই আশায় ভাটা পড়ে। তার ব্যাটে ভর করে হাশমতউল্লাহ শহিদীর দল ৫ উইকেট হাতে রেখে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।

সিরিজের প্রথম ম্যাচে ২৩৫ রানের পুঁজি নিয়ে ৯২ রানে ম্যাচ জেতে আফগানিস্তান, পরের ম্যাচে ২৫২ রান তুলে বাংলাদেশ জিতে যায় ৬৮ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মাহমুদুল্লাহর ৯৮ ও অধিনায়ক মেহেদী মিরাজের ৬৬ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ তোলে ২৪৪ রান। যদিও সাবলীল ব্যাটিংয়ে সেই রান সহজেই তাড়া করে স্বাগতিকরা। এমন হারের কারণ ব্যাখ্যা করেছেন মিরাজ।

ম্যাচ শেষে হারের কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘কঠিন ছিল। ছেলেরা ভালো করেছে। রিয়াদ ভাই ও আমি একটা জুটি করতে পেরেছি। বোলাররা অনেক চেষ্টা করেছে। তবে আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। আগের দুই ম্যাচে দেখলাম পরের দিকে বল ভালো স্পিন করেছে। কিন্তু আজকে মনে হলো কায়াশার কারণে বল সহজেই ব্যাটে যাচ্ছিল। এজন্য আফগানদের ব্যাট করা সহজ হয়। আজ আমরা যেমন ভেবেছিলাম কুয়াশার কারণে তা হয়নি।’

মিরাজ আরও যোগ করেন, ‘আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে যথেষ্ট স্পিন আছে। এই জন্যই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পরে শিশির আসায় বল তুলনামূলকভাবে ভালো ব্যাটে আসছিল। কৃতিত্ব ওদের। ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। আমরা মাঝের ওভারে উইকেট নিইনি। আমাদের ওই সময় উইকেট নেওয়া উচিত ছিল। সেটা করতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments