Tuesday, September 2, 2025
Homeঅপরাধনেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ আটক ২

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ আটক ২

আলোর যুগ প্রতিনিধিঃ জেলার শ্যামগঞ্জ বাজারে সেনাবাহিনী অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে ব্যবসায়ীর বাড়ি থেকে। এসময় নারীসহ দুজন মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা গ্রামের মো. লাল মিয়ার কন্যা আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর পুত্র চাঁন মিয়া(৫০)।

নেত্রকোনায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার মঙ্গলবার সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল নূর ই আহমদ আল শাফী এর নেতৃত্বে একটি টিম গত সোমবার রাতে শ্যামগঞ্জের ময়লাকান্দা এলাকায় মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া গা ঢাকা দিলেও সেখান থেকে তার দুইজন সহকারীকে আটক করা হয়। ওই বাড়িতে অভিযান চালিয়ে বস্তায় ভরে রাখা ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ চল্লিশ হাজার টাকা।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী দুলাল মিয়া এবং তার অপর সহকারী তোতা মিয়াকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরবর্তীতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments