Sunday, November 24, 2024
Homeক্রিকেটওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন মোহাম্মদ নবী

ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন মোহাম্মদ নবী

আলোর যুগ স্পোর্টসঃ আফগান তারকা মোহাম্মদ নবী টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। তবে এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না এই অলরাউন্ডারকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবীর অবসরের কথা। নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েও দিয়েছেন নবী। বোর্ডও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

নবীর অবসর প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।’

ওয়ানডে থেকে অবসর নিয়ে নবীর টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে।

নাসিব বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।’ ২০০৯ সালের এপ্রিলে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নবীর। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৫৪৯ রান করেছেন। বোলিংয়ে ৪.২৭ ইকনোমি রেটে নবীর শিকার ১৭১ উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments