Friday, November 8, 2024
Homeখেলাসিটির বড় হারের রাতে গোল উৎসব মাতলো লিভারপুল

সিটির বড় হারের রাতে গোল উৎসব মাতলো লিভারপুল

আলোর যুগ স্পোর্টসঃ চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ ম্যাচডে টা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের জন্য শুধুই ‘চার’ময় হয়ে থাকল। শুরুতেই এগিয়ে গেলেও বাকি সময়টা আর নিজেদের সেরাটা খুঁজে পায়নি সিটি। অপরদিকে, লুইস দিয়াজের হ্যাটট্রিকে লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা চতুর্থ জয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষে উঠে এলো আর্নে স্লটের দল।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পোর্তিং লিসবন। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সিটি। চতুর্থ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ছুটে যান ফিল ফোডেন। বক্সে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন ইংলিশ এই ফরোয়ার্ড। তবে ৩৮তম মিনিটে তাদের হতাশ করেন ইয়োকেরেস। সতীর্থ থেকে পাওয়া বল টেনে নিয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান তিনি।

বিরতির পর আরও দুর্দান্ত হয়ে ওঠে স্পোর্তিং। শুরুতেই এগিয়ে যায় তারা। সতীর্থ থেকে পাওয়া বল টেনে নিয়ে এদেরসনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন তিনি। পরের মিনিটেই সিটির বক্সে ফাউলের শিকার হন স্পোর্তিংয়ের ফ্রান্সিসকে ত্রিনকাও। সফল স্পক কিকে ব্যবধান বাড়ান ইয়োকেরেস। ৬৯তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেলেও পেনাল্টি মিস করেন হালান্ড। ৭৯তম মিনিটে ফের গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়োকেরেস।

আরেক ম্যাচে নিজেদের মাঠে লিভারপুল দারুণ শুরু করলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচে ৬১তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন দিয়াস। অ্যারন জোন্স থেকে পাওয়া বল প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।

দুই মিনিট পর ব্যবধান বাড়ান কোডি গাকপো। মোহামেদ সালাহর ক্রস ধরে বক্স থেকে ডাইভিং হেডে জাল খুঁজে নেন ডাচ এই তারকা। ৮৩তম মিনিটে গিয়ে ব্যবধান আরও বাড়ান দিয়াস। এই গোলেরও সহায়তা করেন সালাহ। তার দেওয়া ক্রস পায়ের টোকায় জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড। যোগ করা সময় আরও একটি গোল করে হ্যাটট্রিং পূর্ণ করেন তিনি।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটিকে হারানো স্পোর্তিং লিসবন। ৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ম্যানচেস্টার সিটি। আর বায়ার লেভারকুসেনের অবস্থান ১২ নম্বরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments