আলোর যুগ প্রতিনিধিঃ ডিজিটাল সেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।
চেয়ারম্যান বলেন, ‘ইন্টারনেটের দাম পানির দরে হওয়া উচিত। ডিজিটাল সেবা সম্প্রসারণ করতে ইন্টারনেটের দাম কমাতেই হবে, যা নিয়ে কাজ করছে বিটিআরসি।’টেলিকম খাতে কাউকে দানব হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘যারা চেষ্টা করবে, প্রয়োজনে পাখা কেটে দেওয়া হবে।’